শিরোনাম: |
নায়িকা না হয়ে হলেন ধর্ষিতা!
ভোরের পাতা ডেস্ক
|
![]() নায়িকা না হয়ে হলেন ধর্ষিতা! নায়িকা না হয়ে হলেন ধর্ষিতা! অভিযুক্ত অভি ইসলাম প্রান্ত যশোরের কাজীপাড়ার বাসিন্দা। তবে তিনি ঝিকরগাছায় তার মামা কাজল রায়হানের বাড়িতে থাকেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ অন্তত সাতটি মামলা রয়েছে। ঝিকরগাছা থানায় দায়ের করা অভিযোগে ওই স্কুলছাত্রী দাবি করেছে- অভি ইসলাম প্রান্তের মামা কাজল রায়হানের রাজধানীর পান্থপথে একটি অ্যাড ফার্ম রয়েছে। সেখানে কাজের মাধ্যমে মিডিয়ায় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়ার কথা বলে প্রান্ত ওই ছাত্রীকে তার মামার বাসায় যেতে বলে। তার কথামতো গত বৃহস্পতিবার বিকালে ওই বাড়িতে গেলে প্রান্ত তাকে জোর করে ধর্ষণ করে। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রী নিজেই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা যাচাই করে আইনগত পদক্ষেপ নেব।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |