প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৩:১৭ AM আপডেট: ১৩.১০.২০২৩ ৩:২১ এএম

দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল সম্পদের মালিক হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনের করা জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে তথ্য গোপন করে একই মামলায় পৃথক আইনজীবী নিয়োগ দিয়ে শুনানি করায় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
২০১৯ সালের ২২ জানুয়ারি আবজাল ও তাঁর স্ত্রী রুবিনা খানমের সম্পদ জব্দ (ফ্রিজ) করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই বছরের ২৭ জুন মামলা করে দুদক।
দুদকের তথ্য অনুযায়ী, আবজাল সব মিলিয়ে ৩০ হাজার টাকার মতো বেতন পেতেন। অথচ চড়তেন হ্যারিয়ার ব্র্যান্ডের গাড়িতে। ঢাকার উত্তরায় তাঁর ও তাঁর স্ত্রীর নামে বাড়ি আছে পাঁচটি। বাড়ি আছে অস্ট্রেলিয়ার সিডনিতেও। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় আছে অন্তত ২৪টি প্লট ও ফ্ল্যাট, দেশে-বিদেশে আছে বাড়ি-মার্কেটসহ অনেক সম্পদ। এসব সম্পদের বাজারমূল্য হাজার কোটি টাকারও বেশি বলে দুদক সূত্রে জানা যায়।