প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৪ পিএম আপডেট: ১৩.০৯.২০২৩ ৭:৩৭ PM

ঢাকাই সিনেমার বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই।
বুধবার (১৩ আগস্ট) আনুমানিক সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।
তার মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা সাফিউদ্দিন সাফি।
এর আগে, মঙ্গলবার ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী।
বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা।
এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
ভোরের পাতা/কে