মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অবিচার করা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে: মুশফিকের স্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:০০ পিএম আপডেট: ১২.০৮.২০২৩ ৬:৫৮ PM

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তিনি।

এবারও ব্যতিক্রম হয়নি। যথারীতি দিয়েছেন ইঙ্গিতপূর্ণ বিস্ফোরক স্ট্যাটাস। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, 'অবিচার করা এখন নতুন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।'

জানা গেছে, আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বে ঘোষিত ১৭ সদস্যের সেই দলে জায়গা পাননি সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে দলে না নেয়ায় ক্ষুব্ধ হয়েই মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি এই স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মাহমুদউল্লাহ রিয়াদকে কেন দলে রাখা হয়নি তার জবাবে প্রধান নির্বাচক নান্নু বলেন, 'রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তা ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজম্যান্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো।'

প্রসঙ্গত, গত বছরের ১৮ মে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।

দারুণ ওই পারফরম্যান্সের পর তার স্ত্রী জান্নাতুল মন্ডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন। সেঞ্চুরির উদযাপন আর ৫০০০ রানের মাইলফলক ছোঁয়ার ছবি দুটোর ক্যাপশনে মন্ডি লেখেন, 'আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ।'

তিনি আরও লেখেন, 'তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো!'

উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম সম্পর্কে ভায়রা ভাই। অর্থাৎ আপন দুই বোনকে বিয়ে করেছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার, এটা টাইগার ভক্তদের প্রায় সবারই জানা।

পারিবারিক সম্পর্কের কারণে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক সময়ই স্ট্যাটাস দিতে দেখা যায় মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডিকে। মাঠকর্মীর সঙ্গে মাহমুদউল্লাহর দারুণ আচরণ কিংবা খেলার প্রতি তার আত্মনিবেদন নিয়ে অতীতে ভিডিও বা ছবি পোস্ট করতে দেখা গেছে মন্ডিকে।

এবার এশিয়া কাপের স্কোয়াডে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হলনা বলেই কি, মন্ডি এবার এটা নিয়েই মুখ খুললেন?



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com