প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭:৫৮ পিএম

দৈনিক সমকাল ও দৈনিক করতোয়ার রায়গঞ্জ প্রতিনিধি সুব্রত কুমার ঘোষ তাপস পরলোকগমন করেছেন। টানা ৫ দিন স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর তাকে শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঐদিন (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি কিডনী ও হার্টের জটিলরোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি মা, স্ত্রী, একপুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক তাপস এনজিও প্রতিষ্ঠান অংকুর কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও উপজেলা আওয়ামীলীগের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
রবিবার সকাল সাড়ে ১১টায় চান্দাইকোনা মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়। স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক করতোয়ার মফস্বল সম্পাদক জয়নাল আবেদীন, রায়গঞ্জ সভাপতি কে এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খান, সাবেক সহ-সভাপতি মোঃ আতিক মাহমুদ আকাশসহ সকল সাংবাদিক, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।