প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৮:৩৯ পিএম

নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি অস্থির মাছের বাজারও। বিশেষ করে ভরা মৌসুমেও ক্রেতার নাগালের বাইরে ইলিশ। এ অবস্থায় বরগুনায় দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকায়।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে বরগুনার পৌর মাছ বাজারে ওই ইলিশটি বিক্রি করা হয়।
জানা গেছে, সন্ধ্যায় বিষখালী নদীতে দুই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ে স্থানীয় এক জেলের জালে। পরে ওই জেলে মাছটি বিক্রি করার জন্য বরগুনার পৌর মাছ বাজারে নিয়ে যান। এরপর ওই জেলের কাছ থেকে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে রাখেন খুচরা বিক্রেতা কামাল হোসেন।
এ বিষয়ে মাছ বিক্রেতা কামাল হোসেন বলেন, বিষখালী নদীর ইলিশ এমনিতেই সুস্বাদু। আর এ কারণেই এ নদীর ইলিশের দাম এমনিতেই একটু বেশি। আমি পাঁচ হাজার টাকায় দুই কেজি ওজনের ইলিশটি কিনেছি। এখন একটু বেশি দাম পেলে ইলিশটি বিক্রি করে দেব।