প্রকাশ: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৮:৩৫ পিএম

নগরীর ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে নগরীর নতুন বাজার, ও চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় রাস্তার উপর দোকান ও দোকানের মালামালসহ অবৈধভাবে রাস্তার মাঝে গড়ে তোলা দোকান অপসারণ করেন। এ সময় ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, স্টোর কিপার (পেশকার) নাজমুল হক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।