রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাতক্ষীরার ভোমরায় নব গঠিত ৫ সদস্যের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৬:১৬ পিএম

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নবগঠিত ৫ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনার বিভাগীয় পরিচালক কতৃক গঠনকৃত এডহক কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের নেতৃত্বে আহবায়ক কমিটির সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন। এজাজ আহমেদ স্বপন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া এডহক কমিািটর সদস্য ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক সহ-সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক এ এস এম মাকছুদ খান ও সাবেক সদস্য মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

নব্বইয়ের ছাত্র গণ আন্দোলনের নেতা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের তরুন নেতৃবৃন্দের উপস্থিতিতে এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কাজী আকতার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জিএম ফাত্তাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান, সদস্য নাজমুন আসিফ মুন্নি, সাতক্ষীরা পৌর আ.লীগের সভাপতি শেখ নাছেরুল হক, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আসিফ সাহাবাজ খান, জেলা সভাপতি আশিকুর রহমান, সাহাজাদা, সালাউদ্দিন সাচ্চু, ইকবাল হোসেন, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজী, ব্যবসায়ী অহিদুল ইসলাম, রবিউল ইসলাম, শাহিনুর রহমান, আমজাদ হোসেন, পানি ডাক্তার, জাকির হোসেন মন্টু প্রমুখ।

এদিকে দায়িত্ব গ্রহণের পরপরই এডহক কমিটি জরুরি সভায় রাজু-নাসিমের নেতৃত্বাধীন কমিটি কতৃক বিল অব এন্ট্রি ফি বাড়িয়ে চারশত টাকা করার সিদ্ধান্ত বাতিল করে। এরফলে আবার এট্রি ফি দুইশত টাকা কার্যকর হচ্ছে। এছাড়া ব্যাংক হিসাব পরিচালনাকারী পরিবর্তন, উপদেষ্টামন্ডলী গঠন, ভারতের ঘোজাডাঙ্গায় ট্রাক প্রতি ৩০ হাজার টাকা সিরিয়ালের নামে আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বিষয়ে শনিবার কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে। এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে দায়িত্ব গ্রহণের সময় গত ৪ অক্টোবর ২০২১ তারিখে অবৈধ প্রক্রিয়ায় গঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে দেখা যায়নি। ঐ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক পত্রদূতকে বলেন, শ্রম অধিদপ্তরের চিঠিতে ২৭ নভেম্বর যে সাধারণ সভা দেখানো হয়েছে তা আদৌ হয়নি, তার উপর ভিত্তি করে যে আহবায়ক কমিটি হয়েছে সেটাও অবৈধ বলে দাবী করেন তিনি।

এডহক কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, গঠনতন্ত্র লংঘন করায় উচ্চ আদালতের দারস্থ হয়েছি, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে নির্বাচন শেষে ভোমরাকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু বলেন, ভোমরা বন্দরের নির্বাচন প্রক্রিয়া উঠে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে। বন্দরকে দুর্ণীতি মুক্ত রাখার আহবান নবগঠিত কমিটির কাছে প্রবীন এই ব্যবসায়ীর।

উল্লেখ্য, গত প্রায় ১৫ বছর যাবৎ ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কোন নির্বাচন হয় না। সর্বশেষ গত তিনিটি মেয়াদে টাকার বিনিময়ে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় পরপর দুটি মেয়াদ এসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন করা হলেও পুলিশের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা কোন ব্যবসায়ীকে মনোনয়নপত্র কিনতে না দিয়ে নিজেরাই সেগুলো সংগ্রহ করেন বলে ব্যবসায়ীদের অভিযোগ। পরবর্তীতে প্রধান প্রধান পদগুলো সর্বোচ্চ টাকা প্রদানকারীদের অনুকুলে দিয়ে এবং কয়েকজন প্রকৃত ব্যবসায়ীকে সম্পৃক্ত করে একটি প্যানেল জমা দিয়ে তা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করার ব্যবস্থা করা হয়।

কিন্তু এবার সে প্রক্রিয়াও এড়িয়ে পূর্ব থেকেই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবীদদের ম্যানেজ করে কোটি টাকায় প্রধান দুটি পদ কিনে নেওয়ার প্রক্রিয়া শুরু হলে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখি শুরু হয়। এরপরও গত ৪ অক্টোবরের সাধারণ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এসোসিয়েশনের গঠনতন্ত্র লংঘন করে কমিটি ঘোষণা করেন। এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এসোসিয়েশনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তর উক্ত কমিটি অনুমোদন করতে অস্বীকৃতি জানায় এবং ৪৫ দিনের মধ্যে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার জন্য গত ১৪ অক্টোবর এবং ১৪ নভেম্বর পরপর দুটি চিঠি দিলেও টাকার বিনিময়ে কেনা অবৈধ কমিটির নেতৃবৃন্দ সেপথ অনুসরণ করতে ব্যর্থ হয়। এরই প্রেক্ষিতে শেখ এজাজ আহমেদ স্বপন হাইকোটে একটি রিট পিটিশন ৯৭৯৯/২০২১ দাখিল করলে হাইকোটের সংশ্লিষ্ঠ বেঞ্চ পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনাকে নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনা মোতাবেক একটি পত্র নিষ্পত্তি করে এডহক কমিটি গঠন করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com