প্রকাশ: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৪ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরশাখা হাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বিকেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় করাই বরিশাল চরে পাট ধোয়ার কাজে নিয়োজিত অষ্টমীর চর এলাকার জাহাঙ্গীর আলম, সোনামিয়া ও আব্দুস ছামাদ বজ্রপাতে আহত হন।
আহত আব্দুস ছালামকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
কৃষক শহিদুল মিস্ত্রি বলেন, বিকেলে ব্রহ্মপুত্র নদের একটি খালে আমরা ৭-৮ জন মিলে নিজেদের জাগানো পাট ধোয়ায় ব্যস্ত ছিলাম। একসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে জাহাঙ্গীর, সোনা মিয়াসহ ৩ জন আহত হন।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জুবায়ের হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যান। গুরুতর আহত একজনক রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।