রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
লাইব্রেরী বন্ধ রেখেই পরীক্ষা, দুর্ভোগে শিক্ষার্থীরা
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪২ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ০১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অভ্যন্তরীন পরীক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে পরীক্ষা নিলেও, বন্ধ রয়েছে কেন্দ্রীয় গ্ৰন্থাগার। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বেশীরভাগ ডিপার্টমেন্টে পাঠ্যক্রমভুক্ত অধিকাংশ বই বিদেশী লেখকদের। এগুলো দেশীয় বাজারে তেমন সহজলভ্য নয়। তাই পড়াশোনার জন্য শিক্ষার্থীদের কেন্দ্রীয় গ্ৰন্থাগারের সাহায্য নিতে হয়। অথচ পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাইব্রেরী খোলার অনুমতি না দেয়ায় বেকায়দায় পড়েছে শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অবিলম্বে লাইব্রেরী খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোঃ রাকিব হাসান বলেন, সশরীরে পরীক্ষা নিতে পারলে লাইব্রেরী কেন খুলে দেয়া যাবে না? এটি শিক্ষার্থীদের সাথে এক প্রকার তামাশা ছাড়া আর কিছু নয়।

উক্ত বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতি ইসলাম বলেন, প্রতিটি বিষয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য একাধিক লেখকের বই পড়তে হয়। একজন শিক্ষার্থীর পক্ষে এতগুলো বই কেনা সম্ভব নয়। অথচ পরীক্ষাকালীন সময়ে লাইব্রেরী বন্ধ থাকায় আমাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অবিলম্বে লাইব্রেরী খুলে দেয়া।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে লাইব্রেরী খুলে দেয়া সম্ভব কিনা? এমন প্রশ্নের জবাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা বিবেচনা করছি। পরীক্ষাকালীন সময়ে সীমিত আকারে লাইব্রেরি খোলা রাখার ব্যাপারে শীঘ্রই ঘোষণা আসবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  লাইব্রেরী   পরীক্ষা   করোনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com