পার্থ বড়ুয়া ও রাফিয়াত রশিদ মিথিলার মধ্যে একটা বিষয়ে দারুণ মিল। দুজনই একইসঙ্গে অভিনয় এবং গানের মানুষ। এই দুই তারকাকে এর আগে একসঙ্গে দেখা গেছে দুটি নাটকেও। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে নাটকে অভিনয় করছেন পার্থ বড়ুয়া ও মিথিলা।
এ জুটির নতুন নাটকের নাম ‘সুখী আত্মা’। নাটকটির চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করছেন অলোক হাসান। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলছে।
পরিচালক জানান, ব্যাতিক্রমী এই নাটকের গল্পে পার্থ বড়ুয়ার চরিত্রের নাম অমিয়। মিথিলা অভিনয় করেছেন মিথি চরিত্রে।
জানা যায়, নাটকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। পাশাপাশি কবরফলক লেখেন। অফিসের বস একদিন তাকে নিজ মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। যার নাম মিথি। চিকিৎসক জানিয়েছন, ক্যানসারে আক্রান্ত মিথি বেশি দিন বাঁচবেন না। বেঁচে থাকতে সে দেখে যেতে চায় তার সমাধিতে কী লেখা থাকবে! কিন্তু এক পর্যায়ে অমিয়র সঙ্গে দেখা করেন মিথি। দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরিবারের বাধা উপেক্ষা করে অমিয়কে বিয়েও করেন তিনি। কিন্তু বাসর রাতেই মারা যায় মিথি।
মিথিলা জানালেন, পার্থর গান ও অভিনয় দুটোই পছন্দ মিথিলার। তার সঙ্গে কাজ করা মিথিলার জন্য ভীষণ আনন্দের। পার্থ বড়ুয়ার সঙ্গে এটি তার তৃতীয় কাজ।
তিনি বলেন, কাজের সময় তাকে কো-আর্টিস্ট মনে হয় না। মনে হয় পার্থদা আপন মানুষ। হেসেখেলে খুব সহজেই কাজটি হয়ে যায়। দীর্ঘদিন একসঙ্গে কাজ না করলেও মিথিলার সঙ্গে দেখা, আড্ডা হতো পার্থ বড়ুয়ার।