বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
জেফারকে বিয়ে, মুখ খুললেন রাফসানের সাবেক স্ত্রী এশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম

দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে জনপ্রিয় গায়িকা জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব। গত বুধবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাফসানের এটি দ্বিতীয় বিয়ে। তার সাবেক স্ত্রী সানিয়া শামসুন এশা পেশায় একজন চিকিৎসক। সাবেক স্বামীর বিয়ের দুদিন পর নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) ফেসবুকে নিজের মনোভাব জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এশা। এতে কারও নাম উল্লেখ না করলেও পোস্টটি যে, পোস্টে কারও জেফার ও রাফসানকে উদ্দেশ করেই দেওয়া, তা না বোঝার কোনো কারণ নেই।

পোস্টের শুরুতেই সানিয়া শামসুন এশা লিখেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষই জানে, বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না।জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি— অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।

তিনি আরও উল্লেখ করেন, এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের— প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

সবশেষে সানিয়া শামসুন এশালিখেছেন, এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না। আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই— ডা. এশা। একটি নাম, একটি পরিচয়— যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে সানিয়া এশা ও রাফসান সাবাব বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় তিন বছর সংসার করার পর ২০২৩ সালের শেষ দিকে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে। ওই সময় গুঞ্জন ওঠে, জেফার রহমানের সঙ্গে সম্পর্কের কারণেই তাদের দাম্পত্যে ভাঙন ধরে। এতদিন ধরে রাফসান সাবাব ও জেফার রহমান দুজনেই তাদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে আসছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com