বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
এলপিজির বাজারে সংকট মূলত ‘কারসাজির’ ফল: জ্বালানি উপদেষ্টা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম

গৃহস্থালীর রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এলপিজি তো আমদানি করে বোতলজাত করা হয়। সেই আমদানি গত মাসের তুলনায় এ মাসে বেশি। তাই সেদিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না।

তিনি বলেন, বাজারে যে সংকট দেখা যাচ্ছে, তা মূলত ‘কারসাজির’ ফল। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং দাম কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

উপদেষ্টা জানান, সিলিন্ডার গ্যাসের বাজারের প্রায় ৯৮ শতাংশ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। সরকারি কোম্পানি ইস্টার্ন রিফাইনারি মাত্র ২ শতাংশ এলপিজি উৎপাদন করে।     

বেসরকারি কোম্পানিগুলোর ওপর মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ সীমিত উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই প্রথমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি সচিবের সঙ্গে বৈঠক করা হয়। পরে সেই সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি সচিব এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই উঠে আসে যে, গত মাসের তুলনায় চলতি মাসে এলপিজি আমদানি বেশি হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে জ্বালানি বিভাগ থেকে একটি প্রতিনিধি দলকে চট্টগ্রামে পাঠানোর কথা জানিয়ে ফাওজুল কবির খান বলেন, আমরা ঢাকাতেও এটার ব্যবস্থা নিব। আশা করতেছি যে এইটা যে একটা সাময়িক যে সমস্যা হয়েছিল, এটা আস্তে আস্তে কমবে। 

জানুয়ারি মাসের জন্য বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে। তবে নির্ধারিত এই দামে বাজারে এলপিজি পাওয়া যাচ্ছে না। সরবরাহ সংকটের অজুহাতে গত এক মাস ধরে বিক্রেতারা প্রতি সিলিন্ডারে ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন।

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় জরিমানাও করা হচ্ছে।

উপদেষ্টা জানান, বর্তমানে ঘাটতি না থাকলেও ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে। সে কারণে সরকার আগেভাগেই সমাধানের চেষ্টা করছে।

এদিন সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত হয়। পাশাপাশি রমজান মাস সামনে রেখে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল ও ১০ হাজার টন মসুর ডাল আমদানির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার এবং কোভিডের টিকা আমদানির সিদ্ধান্তও বৈঠকে নেওয়া হয়। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com