প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:০৫ পিএম

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসনেআরা-এর কাছে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট এম এ মজিদ তাঁর মনোনয়নপত্র পেশ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, "আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আপনাদের কাছে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া প্রার্থনা করছি।
তিনি আরও উল্লেখ করেন যে, আগামীর বাংলাদেশ হবে একটি মডেল বাংলাদেশ, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঝিনাইদহকে একটি মডেল জেলায় রূপান্তরিত করব, ইনশাআল্লাহ। তিনি উপস্থিত সকলের সমর্থন কামনা করে বলেন, 'আপনারা আমার পাশে থাকবেন যাতে আমিও আপনাদের পাশে থাকতে পারি। সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।'"