জাতীয়তাবাদী চিকিৎসকগণ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছেন
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:২৩ AM

ঢাকা মেডিকেল কলেজ ও সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী চিকিৎসকগণের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ৩০ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ, পলাশী এবং টিএসসি এলাকায় ফুটপাতে অবস্থানরত ব্যক্তিগণ, শ্রমজীবী মানুষ এবং পথশিশুদের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নির্দেশনায় এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও ড্যাবের আজীবন সদস্য ডা. আশিক চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি কর্মচারী হাসপাতালের সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডা. নোমান আজিজি খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এ বি এম তানজীরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. তৌফিক ইলাহী, ডা. গোলাম মাসুদ খান রানা এবং ডা. জাওয়াদ ইসলাম।
মাসরুর আরেফীন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রাক্তন স্বাস্থ্য সম্পাদক ডা. মাহমুদ নবী সিদ্দিকী, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. আসিফ হোসাইন, সহকারী রেজিস্ট্রার ডা. শেখর দেবনাথ, ডা. সারওয়ান জাহান তমাল, ডা. আতিক শাহরিয়ার তূর্য, আই এম ও ডা. সাকিব আবরার, মাইক্রোবায়োলজি বিভাগের লেকচারার ডা. ইশতিয়াক ইমন, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের ডা. রাকিব আহমেদ, সার্জারী বিভাগের ডা. হাসানুজ্জামান, ডা. রবিউল হাসান সানি এবং ডা. নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা আবদুল্লাহ আর রায়হান, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মমী আনসারী, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের রিয়াজ রওনক অয়ন, রুহুল আমিন, সাকিবুল হাসান, শাহ তালহা তামিম, মুনশায়ীব রহমান, জাহিদ আহমেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা ইফতেখার আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা শিহাব এবং ছাত্রদলের নেতা আনিসুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডা.আশিক চৌধুরী বলেছেন যে আমাদের মাতৃতুল্য এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার অসুস্থতা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক, কারণ আমরা তার জন্য কিছুই করতে পারছি না। এই ছোট আয়োজনটি করার সময় আমরা যখন সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম, তখন দেখেছি দেশনেত্রীর প্রতি তাদের সীমাহীন আবেগ। ইন-শা-আল্লাহ, সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।