প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:২০ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৬:২২ PM

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশে ৩ বার ভূমিকম্পের ঘটনা ঘটলো।
শনিবার (২২ নভেম্বর) বিকাল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।
প্রাথমিকভাবে এর মাত্রা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, আজ সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
এর আগে শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন। এর মধ্যে ধামরাইয়ে হেলে পড়েছে একটি চারতলা ভবন।