প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:৪৭ AM

সকল প্রকার ভয় কাটিয়ে ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের আগ্রহী এবং অধিকতর মনোযোগী করতে কাজ করছে রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠান SCOREMAX। এছাড়াও প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ এবং গ্রামারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা অনর্গল ইংরেজিতে কথা বলা এবং লেখায় দক্ষতার পরিচয় দিতে পারে। সেই লক্ষ্য থেকেই SCOREMAX চালু করেছে IELTS কোর্স।
সম্প্রতি (রবিবার,২৬ অক্টোবর-২০২৫) রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে SCOREMAX এর প্রধান ক্যাম্পাসে IELTS কোর্স এ ভর্তি হওয়া শিক্ষার্থীরা ভালো স্কোর করায় পুরস্কার দিয়েছে SCOREMAX।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SCOREMAX এর প্রধান কোর্স সমন্বয়ক এবং ফিউচার ম্যাপ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিমুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SCOREMAX চেয়ারম্যান এবং মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন। এ সময় তিনি বলেন, SCOREMAX হচ্ছে EKR ইংলিশ ইনস্টিটিউটের একটি সহযোগী প্রতিষ্ঠান। যেখান থেকে আন্তর্জাতিক ভাষা ‘ইংরেজী’শিক্ষা কোর্স বা IELTS পরীক্ষায় সর্বোচ্চ বা ভালো স্কোর পাওয়ার জন্য শিক্ষার্থীদের সার্বিকভাবে প্রস্তুত করা হয়। যার ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা IELTS পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পাওয়াতেই আজকে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠান সকল আন্তর্জাতিক মানদণ্ড এবং বিধিবিধান অনুসরন করেই মিরপুর অঞ্চলে সুনামের সঙ্গে সকল কার্যক্রম পরিচালনা করছে। এখানে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় অনর্গল কথা বলা, লেখা এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর দেওয়া হয়। এছাড়াও কোর্স চলাকালীন সময়ে ইংরেজি ব্যাকরণ রপ্ত করার বিষয়ে SCOREMAX অধিকতর জোর দিয়ে থাকে।
অনুষ্ঠানে বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির (বিডিএসএস) চেয়ারম্যান এবং SCOREMAX চেয়ারম্যান ইয়াহিয়া খান আরও জানান, এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে IELTS পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পাওয়ার জন্য আমাদের রয়েছে বাছাইকৃত শিক্ষকমন্ডলীর সমন্বয়ে অভিজ্ঞ একটি টিম। যারা তাদের সর্বোচ্চ মেধা, জ্ঞান এবং অভিজ্ঞতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করেন। আর যে কারণে আজ বৃহত্তর মিরপুরের মধ্যে IELTS কোর্স এর জন্য SCOREMAX সকলের কাছে একটি অতি পরিচিত এবং ভালো মানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যা শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সার্বিক সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে।
প্রধান কোর্স সমন্বয়ক মোহাম্মদ নাজিমুদ্দিন বলেন, এটি একটি গৌরবময় অর্জন, যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এ অসাধারণ প্রাপ্তি আমাদের শিক্ষার্থীর মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি। একই সঙ্গে পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, কোর্স পরিচালনাকারী শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতার ফলেই SCOREMAX ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করতে পারছে।
আলোচনা শেষে IELTS কোর্স এ অংশগ্রহণকারী সর্বোচ্চ স্কোর অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।