রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: যেসব কারণে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ায় বিলম্ব হচ্ছে!   ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ   তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব   প্রশাসনিক ক্যু করে ক্ষমতায় যাওয়া আর হয়ে উঠবে না: জামায়াত আমির   মোংলা পৌর জিয়া মঞ্চের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক মাহবুবুর; সাংগঠনিক পদে সমালোচনার ঝড়   ১৫ দল নিয়ে ‘মানবতার জোট’র আত্মপ্রকাশ   বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: প্রধান বিচারপতি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
১১ বার জেলে গিয়েছি, সাড়ে ৩ বছর খেটেছি: ফখরুল
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৬:০১ পিএম

দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিজের জেল খাটার দৃষ্টান্ত সামনে এনে বলেন, ১১ বার জেলে গিয়েছি, সাড়ে তিন বছর জেল খেটেছি।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্যই সংগ্রাম করেছি। কেন এই জেল খাটা? একটা মাত্র কারণ। ২০২৪ সালে ৫ আগস্টে আমাদের ২ হাজার লোককে মেরে ফেলা হয়েছে, আমাদের ছাত্র, কৃষক শ্রমিক শিশু নারী কেউ বাদ যায়নি।

তিনি বলেন, ক্ষমতার এমন দম্ভ যে, সে গুলি করে মানুষ মেরে ক্ষমতায় থাকবে। আমরা সেটার জন্য প্রতিবাদ করে আন্দোলন করেছি, একেবারে শেষ দিন পর্যন্ত। বন্ধুগণ, ১৫ বছর আমরা একটি জিনিস চেয়েছি যে আমাদেরকে আমাদের ভোটের অধিকারটা দেওয়া হোক।

আওয়ামী লীগ আমলের নির্বাচনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি নির্বাচন- ২০১৪ সালে প্রথম নির্বাচনে আমরা তো অংশগ্রহণ করিনি। বয়কট করেছিলাম। আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনকে নির্বাচিত করে। ভোট ছাড়াই ক্ষমতায় গেছে।

২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন করবেন বলে কথা দিয়েছিলেন। অথচ আগের রাতেই ভোট চুরি করে নিয়েছে। লোকে বলে ওইটা হলো নিশি রাতের ভোট।

সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সাংবাদিকরা সেটির নাম দিয়েছিলেন ‘আমি আর তুমি ভোট’। 

তিনি বলেন, এইতো ছিল শেখ হাসিনার গণতন্ত্র। আর যত লোকরে পারছে জেলের মধ্যে ঢুকাইছে। ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com