শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২

শিরোনাম: জাহানারার অভিযোগ অস্বীকার করলেন সাবেক নির্বাচক মনজুরুল   সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ   জাতির প্রকৃত শক্তি শুধু তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা   ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল   জাহানারার অভিযোগ নিয়ে সরকারি তদন্ত চান তামিম   বাটন ফোন চুরি করে চাকরি হারালেন সেই আনসার সদস্য   মিত্রদের ৪০ আসনে ছাড় দিতে পারে বিএনপি, চলছে দরকষাকষি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ক্ষমতায় এলে গুম-খুনের পরিবারের দায়িত্ব নেব আমরা: এম এ মালেক
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:৩৩ পিএম

আগামীতে ক্ষমতায় এলে গুম-খুনের শিকার পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্ট ভবনের প্রধান গেটের সামনে ‘মায়ের ডাক’র মানববন্ধনে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সীমান্তে ক্রসফায়ারে হত্যা থামেনি জানিয়ে এম এ মালেক বলেন, সীমান্তে এখনো ক্রসফায়ারে মানুষকে হত্যা করা হচ্ছে। কিন্তু এসব ঘটনা তেমন সংবাদমাধ্যমে আসছে না।

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিরা যতদিন পর্যন্ত ফিরে না আসবেন, ততদিন আমি তাদের পরিবারের সন্তানদের পাশে থাকব। আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করব। এ ছাড়া যারা গুম-খুনের শিকার হয়েছেন, সেসব পরিবারকে আমরা পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেব।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, গত ১৫ বছর দেশে গুম-খুন জারি ছিল। কিন্তু সরকার পরিবর্তন হলেও এখনো কেন ন্যায়বিচার পাচ্ছেন না তারা। তাদের সন্তানরা অনেকভাবেই লাঞ্ছিত ও অবহেলিত। এ ছাড়া বিগত সরকারের আমলে এই রাষ্ট্র একটা জেলে পরিণত হয়েছিল। ভারতীয়রা তাদের একটা পাপের সরকার তৈরি করেছিল। আমাদের সালাহউদ্দিন আহমেদসহ কাউকেই ছাড়েনি সেই পাপের সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও তারা ছাড়েনি।

দেশে এখনো ভারতীয় নিয়ম চলমান রয়েছে মন্তব্য করে এম এ মালেক বলেন, নির্বাচন না হওয়ার জন্য আরেকটা গোষ্ঠী বিশেষ করে ভারতের সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্র চালাচ্ছে। বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা যেন না হয়, তারা সেই পাঁয়তারা করছেন। তবে গণতান্ত্রিক সরকার না হলে অনেক সমস্যার সমাধান হবে না, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। একইসঙ্গে জুলাই-আগস্টের শহীদ-আহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

মানববন্ধনে মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি বলেন, জোরপূর্বক গুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতির দাবি জানানোর জন্যই আজকের এ আয়োজন। আমরা গুমের শিকার পরিবারের মুখে হাসি দেখতে চাই। তারা যেন এভাবে আর রাজপথে দাঁড়াতে না হয়।

এতে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন। তারা নিখোঁজ স্বজনদের ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানান। একইসঙ্গে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার মুখোমুখি করার দাবি জানানো হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com