প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোয় ইসরায়েলের অনেক মিত্র দেশ ইসরায়েলের সমালোচনা শুরু করেছে। এরমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশ সম্প্রতি ফিলিস্তিনিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, যেসব বিশ্বনেতা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করে। তারা গোপনে তাদের ধন্যবাদ জানায়। কারণ হিসেবে তিনি বলেছেন, তাদের হয়ে ইসরায়েল লড়াই করছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “আপনারা জানেন ইসরায়েল আপনাদের লড়াই করছে। আমি আপনাদের দরজার পেছনের গোপন কথা জানাতে চাই। অনেক বিশ্বনেতা যারা প্রকাশ্যে আমাদের সমালোচনা করে। গোপনে তারা আমাদের ধন্যবাদ জানায়। তারা আমাকে বলে, আমাদের অসাধারণ গোয়েন্দা সেবাকে তারা কতটা গুরুত্ব দেয়। আমাদের এসব গোয়েন্দা সেবা এসব দেশের রাজধানীতে অসংখ্য সন্ত্রাসী হামলা আটকে দিয়েছে। অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছে।”
এদিকে আজ জাতিসংঘের অধিবেশন কক্ষের পোডিয়ামে দাঁড়িয়ে নেতানিয়াহু বক্তব্য দেওয়া শুরুর সাথে সাথে বেরিয়ে যান বিশ্বের কয়েকশ কূটনীতিক।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই আজ ওয়াক আউট করেননি। তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরা।
তাদের এ ওয়াক আউট থেকে নজর সরাতে নেতানিয়াহুর সমর্থকরা জোরে জোরে তালি দেয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এরমধ্যে নেতানিয়াহুর স্ত্রী ও নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও রয়েছেন।
নেতানিয়াহু তার বক্তব্যে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ, গাজা যুদ্ধ, ফিলিস্তিনিকে বিভিন্ন দেশের স্বীকৃতি দেওয়াসহ অন্যান্য কথা বলেন।