প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম

সরকারের কিছু মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের যোগসাজশে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি পক্ষের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের যোগসাজশে একটি পক্ষকে একচেটিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীলনকশায় ছাত্র সংসদ নির্বাচন কি–না সে প্রশ্নও তোলেন তিনি।
দেশে ইসলাম নাকি মওদূদীবাদ প্রতিষ্ঠা করবেন এমন প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, উগ্র সাম্প্রদায়িকতা ও উগ্র ধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশ ডেকে আনবে।
দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেদের জামায়াতে ইসলামীর সদস্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।