শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১০:৫৬ পিএম

কলকাতার যাদবপুরে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ বিক্রমগরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের আধার কার্ড, ভোটার কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রূপেশ কুমার জানান, শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে। তিনি বলেন, কীভাবে তিনি ভারতের নাগরিক হওয়ার এসব প্রমাণ সংগ্রহ করলেন এবং সেগুলো আসল না নকল তা যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করছিলেন। তবে বিভিন্ন নথিপত্র ও সরকারি কাজের সময় ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন তিনি। এমনকি কিছুদিন আগে ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করার সময়ও আলাদা ঠিকানা দেন, যা তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে তোলে।

শান্তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং বিমান সংস্থার একটি পরিচয়পত্র। তদন্তে এখন পুলিশ খতিয়ে দেখছে, কোন তথ্য বা পরিচয়ের ভিত্তিতে শান্তা ভারতের আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছেন। ইতোমধ্যে ইউইডিএআই ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি, রেশন কার্ড সংক্রান্ত তথ্য জানতে খাদ্য দপ্তরেও নথি পাঠানো হয়েছে।

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শান্তা পাল। কাজ করেছেন বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে এবং অংশ নিয়েছেন কয়েকটি বিউটি কনটেস্টে। বড় পর্দায় তার অভিষেক ঘটে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। এ ছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেছেন বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করেন বিশ্বনাথ রাও।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com