শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এবার এমপিও বন্ধ হচ্ছে যেসব শিক্ষকের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:০৪ পিএম

প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় থাকা মাদরাসাগুলোর ভবন, আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ সরকারি সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষন ও পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। এসব সম্পত্তি রক্ষায় ব্যর্থ ও উদাসীন হলে প্রতিষ্ঠান প্রধানের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিতসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন মাদরাসা শিক্ষা অধিদপ্তররের আওতাধীন নির্বাচিত মাদরাসাগুলোর উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় সারাদেশে মোট ১ হাজার ৬৪৮টি মাদরাসায় একাডেমিক ভবনের মধ্যে ১ হাজার ২৯৯টি মাদরাসায় নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট মাদরাসায় নির্মাণ কাজ ২০২৬ খ্রিষ্টাব্দের জুনের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। মাদরাসা শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য সারা দেশে একই ধরনের ৪-৬ তলা দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হচ্ছে।

এসব নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শনে দেখা গেছে, ভবনগুলোর রক্ষণাবেক্ষণ করা হয় না, শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন থাকে এবং টয়লেট ও বেসিন নষ্ট হওয়ার ফলে ওয়াশব্লক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া চার তলার ছাদে দুই পাশের পানির ট্যাংকের নিচে পানি জমে শেওলা পড়ে বিভিন্ন ধরনের গাছপালা গজিয়েছে। ২-১ বছরের আগে হস্তান্তরিত ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠান সরকারি স্থাপনা, ভবন ও সম্পত্তি রক্ষায় উদাসীন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রকল্পের ভবনে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আদর্শ পরিচালন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং প্রকল্পের এক্সিট প্লান বিষয়ক দিক নির্দেশনা অনুযায়ী মাদরাসা কর্তৃপক্ষকে ভবনগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যা মাদাসা কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক।

এতে বলা হয়েছে, নির্বাচিত মাদরাসাগুলোর উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পটির আওতায় নির্মিত মাদরাসা প্রধানদের প্রকল্প দলিলের নির্দেশনা আবশ্যিকভাবে প্রতিপালনের জন্য বলা হয়েছে। উল্লিখিত প্রকল্পসহ অন্যান্য প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় সরকারি সম্পত্তি যেমন, ভবন, আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ইত্যাদি রক্ষা ও পরিচালনায় ব্যর্থ হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিতসহ প্রযোজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com