প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:৩৩ পিএম

নির্মাতা রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জনটা নতুন নয়। গত কয়েকবছর ধরেই শোবিজাঙ্গনে শোনা যাচ্ছে তাদের প্রেমের খবর। মাঝে ডানা মেলেছিল বিচ্ছেদের গুঞ্জনও। ফের এরকম আভাস নায়িকার কণ্ঠে।
জানালেন বিয়ে-সংসার করার মতো মানুষ এখনও খুঁজে পাননি। এতে অনেকের ধারণা দুজনের পথ দুদিকে বেঁকে গেছে। এজন্যই রাফীকেও পছন্দের তালিকায় রাখছেন না।
সংবাদমাধ্যমকে বিয়ে-সংসার নিয়ে তমা বলেন, ‘সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব-এমন মানুষ এখনো পাইনি। জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি-এটাও নিছক মিথ্যা হবে।’
তিনি যোগ করেন, ‘প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন।’
তমা আরও বলেন, ‘জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব।’
তমাকে সবশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। ছবিটি পরিচালনা করেন শিহাব শাহীন।