প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:৩৩ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভারতের কাছে প্রশ্ন রেখে বলেছেন, শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ। তাঁকে পুশ ইন করছেন না কেন? গতকাল সোমবার ঢাকার নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘যে সব দুর্বৃত্ত পালিয়ে ভারতে গেছে, তাদের তো পুশ ইন করছেন না। ভারতের নাগরিক, হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছে, কিন্তু তারা মুসলমান হওয়ার কারণে, তারা বাংলা ভাষায় কথা বলে, এ জন্য তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে পুশ ইন করা হচ্ছে।
সরকারের উচিত সেটা পুশ ব্যাক করা। এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে। তখন তো পুশ ব্যাক করা হয়েছে।’
তিনি বলেন, এগুলো বাংলাদেশের মানুষ বুঝতে পারছে।
তারা জানে কেন করা হচ্ছে, কী জন্য করা। বাংলাদেশে ভারত তাদের পছন্দের সরকার চায়।