শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আপনাদের থেকে আমরা নির্বাচন বেশি চাই: নাহিদ ইসলাম
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৬:৩৩ পিএম

অনেক দলের চেয়ে নিজেরা বেশি নির্বাচন চান বলে দাবি করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় আয়োজিত পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘অনেকেই বলেন এবং বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণঅভ্যুত্থান না হলে, আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণঅভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম বা সরকার পতনের দিকে না নিয়ে যেতাম। তাহলে এই শেখ হাসিনার সরকারের অধীনে আপনাদের আরও চার বছর অপেক্ষা করতে হতো।’

নির্বাচন ও সংস্কার নিয়ে তিনি বলেন, ‘শুধু এক সরকারের মাধ্যমে, আরেক সরকারের পরিবর্তের মাধ্যমে, আপনার-আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার এবং আমার জীবনের পরিবর্তন হবে, যদি সংস্কার হয়। অর্থনৈতিক, কৃষি ও স্বাস্থ্যখাতে সংস্কার হয় এবং প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। আমরা এমন একটি সংসদ তৈরি করতে পারি, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। যেখানে এক ব্যক্তি এবং শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র পরিচালিত হবে না। আর সেই সরকার, সেই রাষ্ট্রব্যবস্থা ও নতুন বাংলাদেশের জন্য কথা বলে যাচ্ছি। আপনাদের থেকে আমরা নির্বাচন বেশি চাই। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন চাই এবং সর্বপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা বলেছি, সংস্কারপ্রক্রিয়ায় আমাদের একটি উচ্চকক্ষ প্রয়োজন। আমাদের জাতীয় সংসদকে দুইভাবে ভাগ করতে হবে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে পারি, কিন্তু সংসদের সেই উচ্চকক্ষের বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। ফলে জুলাই সনদও এখনো আটকে রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, জুলাই সনদের মাধ্যমে আমরা এই ৫ আগস্ট সর্বদলীয়ভাবে উদ্‌যাপন করতে চাই। তাই যারা দলীয় স্বার্থে এই জুলাই সনদে ঐকমত্য হয়নি, তাদের প্রতি আমাদের সাদরে আহ্বান থাকবে জনগণের স্বার্থে-দেশের স্বার্থে আপনারাও ঐকমত্য পোষণ করুন। কারণ, সংস্কার ও পরিবর্তেনের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল এবং মানুষ জীবন দিয়েছিল। জীবন দিয়েছিল আমাদের রিকশাওয়ালা ভাই, পোশাককর্মী, পথশিশু, বোন ও শত শত তরুণ-তরুণীরা।’

পুলিশের সংস্কার নিয়েওকথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা দেখেছি, একটি পুলিশ কমিশন গঠনের জন্যে ঐকমত্য পোষণ করেছে। আমরা সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। কারণ, আমরা চাই না, বাংলাদেশের যে পুলিশি ব্যবস্থা, তাদের দ্বারা কখনোই আর দলীয়করণ হক। তারা কোনো দলের পক্ষে গিয়ে জনগণের বিপক্ষে অবস্থান করুক। আমরা চাই, পুলিশ জনগণের হয়ে উঠুক এবং প্রশাসন জনগণের হয়ে উঠুক।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com