প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১:০০ AM

এনসিপি, জামায়াতসহ কয়েকটি দল নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক অহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচন চায় অথচ যারা বাংলাদেশের মাটিতে নির্বাচনে জিততে পারবে না, যাদের জামানত বাজেয়াপ্ত হবে—তারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।’
এনসিপি, ইসলামী আন্দোলন, জামায়াতসহ তারা আজকে নতুন করে নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সাইফুল ইসলাম নীরব। তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটি হয়েছে, এটা তাদেরই একটি চক্রান্ত।
তারা নতুন করে চক্রান্ত করে নির্বাচন বানচাল করতে চাচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন কোনো চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীর জায়গায় বিএনপিতে নেই। এই চাঁদাবাজদের ঠাঁই কোনো দিনও বিএনপিতে হবে না।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র, স্বনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।
মানুষের গণতন্ত্র, কথা বলার অধিকার ফিরিয়ে দেব। আমরা সেই শপথ নিচ্ছি ইনশাআল্লাহ।’