প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১০:১৩ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরান আলোচনায় বসবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।
আরাঘচি বলেছেন, আমেরিকানরা আলোচনা চায় এবং কয়েকবার বার্তা পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, এই অপরাধের অংশীদার হওয়ায় আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই।
গত সপ্তাহে ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য জেনেভায় গেছেন আরাঘচি।