শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
সাতক্ষীরার সেই ডিসিসহ বাকি ৩৯ আমলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জুলাই ঐক্যের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৯:৫১ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়কে ১৯ জুন পর্যন্ত দেওয়া জুলাই ঐক্যের আল্টিমেটামের মধ্যে স্বৈরাচারের দোসর ৫ আমলাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করায় ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে ৪৪ জনের তালিকার বাকি ৩৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জুলাই আন্দোলনে অংশ নেয়া বেশ কিছু সংগঠনের এই প্ল্যাটফর্ম।

শুক্রবার জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ ও দাবি জানানো হয়।

তালিকায় থাকা বাকি ৩৯ জন আমলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকরা সম্মিলিত প্লাটফর্মটি।

গত ৩ জুন ৪৪ আমলার অপসারণের দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। কর্মসূচি চলাকালীন সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করে ১৯ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। গত ১৯ জুন সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় জুলাই ঐক্য।

তবে সাতক্ষীরা জেলায় ২০১৩-১৫ সাল পর্যন্ত বাসাবাড়ি ও স্থাপনায় বুলডোজার চালানো সাবেক ডিসি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব নাজমুল আহসানের বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় প্রতিবাদ জানান তারা।

একই সঙ্গে বাধ্যতামূলক অবসরে দেওয়া সচিবসহ তাদের পরিবারের সকলের ব্যাংক হিসাব জব্দ এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে যারা শেখ হাসিনার অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের মাঠে নামবে জুলাই ঐক্য।

আগামী ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্টের মধ্যে জুলাই ঐক্য থেকে প্রকাশ করা স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ঢাকার প্রবেশ মুখে ব্লকেড কর্মসূচির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্‌রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. সহিদ উল্যাহ এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) লিপিকা ভদ্র।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com