শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঐকমত্য কমিশন ‘পক্ষপাতদুষ্ট’, অভিযোগ এনসিপি ও গণ অধিকার পরিষদের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৫৯ পিএম

জাতীয় ঐকমত্য কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনকূলে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি, নামসর্বস্ব দলকে আমন্ত্রণ জানিয়ে আলোচনা প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ তুলেছে গণঅধিকার পরিষদ।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় মঙ্গলবারের (১৭ জুন) আলোচনা প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, 'সংস্কার প্রশ্নে বিএনপির প্রস্তাবের দিকেই ঝুঁকে গেছে কমিশন। একটি দলকে সুবিধা দিতে গিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে কমিশন।'

সংস্কার প্রশ্নে এতদিন অধ্যাদেশ জারি বা গণভোটের মতো ব্যবস্থার কথা উল্লেখ করা হলেও এখন নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সংস্কারের দিকেই জোর দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এ নেতা।

আদীব বলেন, 'এমন অনেক দলকে আলোচনার জন্য ডাকা হয়েছে তাদের সাংগঠনিক কাঠামো ও নিবন্ধন নেই। এসব দল আলোচনায় এসেছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতে। একটি নির্দিষ্ট দল যা বলছে, তাতেই সায় দিচ্ছে এ দলগুলো। আবার ওই দলের বিপক্ষে কেউ কথা বললে রীতিমতো হট্টগোল করছে তারা।'

জুলাইয়ের গণঅভ্যুত্থান রাজনৈতিক দলের অবদানে সফল হয়নি, সাধারণ মানুষের অংশগ্রহণে হয়েছে উল্লেখ করে আদীব বলেন, 'জুলাই সনদের জন্য শুধু রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করলে হবে না। পেশাজীবী সংগঠনের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের মতামতের ওপর ভিত্তি করে জুলাই সনদ করতে হবে।'

সংস্কার প্রক্রিয়ায় গণভোটের ওপর জোর দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, '৯০ এর সময়েও অনেকেই অনেক সংস্কারে একমত হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সংস্কার চাইলে গণভোটের বিকল্প নেই।'

ভূঁইফোঁড় রাজনৈতিক দলের আলোচনায় অংশগ্রহণ প্রসঙ্গে নুর বলেন, 'কোন প্রক্রিয়ায় কমিশন এদের ডাকছে আমার জানা নেই। অনেক নামসর্বস্ব দলকেও আলোচনার জন্য ডাকা হয়েছে। এতে করে আলোচনার পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে।'

এতদিন নির্বাচনের কথা বললেও এখন কেন সবার আগে সংস্কার চায় গণপরিষদ এমন প্রশ্নের জবাবে নুর বলেন, '৫ আগস্টের পর পেশিশক্তির কোনো পরিবর্তন হয়নি। নিজ এলাকায় গিয়ে বুঝেছি এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। এজন্য গণভোটের মাধ্যমে সংস্কার চাচ্ছি।'

এনসিপির মতো গণপরিষদও জুলাই সনদে শুধু রাজনৈতিক দলের মতামত না, সবার অংশগ্রহণের ওপর জোর দিয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com