শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৩৩ পিএম

রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন কলেজের ২০২৩-২৪ সেশনের এইচএসসি পরীক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে মিরপুর ১৩ নম্বর সেকশনে নিজস্ব জায়গায় স্থাপিত কলেজ ক্যাম্পাসে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহাম্মদ সোবহানী। 

বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালক অধ্যাপক এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য লস্কর মোহাম্মদ তসলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের (ঢাকা মহানগর উত্তর) সভাপতি শেখ ফরিদ হোসেন, ন্যাশনাল পাবলিক কলেজের (উত্তরা) অধ্যক্ষ আব্দুল মতিন, ফিউচার ম্যাপ স্কুলের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন, বিজয় ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মিরপুর ইংলিশ ভার্সন কলেজের প্রভাষক নাজনীন জাহান।

প্রধান অতিথির বক্তব্যে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহাম্মদ সোবহানী শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে অধিক মনোযোগী হওয়া প্রসঙ্গে বলেন, এইচএসসি লেভেল জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকেই মানুষের ভবিষ্যৎ জীবনে কে কী হবেন তা চূড়ান্ত হয়ে যায়। তাই খুব ভালোভাবে প্রতিটি পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। বিদায়ী শিক্ষার্থীদের জন্য অগ্রীম শুভ কামনাও জানান তিনি।  

মিরপুর ইংলিশ ভার্সন কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন বলেন, এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। পরীক্ষার বাকী আর মাত্র কয়েকদিন। এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সংক্ষিপ্ত সময়কে কাজে লাগিয়ে অবশ্যই যেন প্রতিটি শিক্ষার্থী একটি ভালো ফলাফল অর্জন করতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় তাগাদা দেন তিনি।
বিদায়ী অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন আমন্ত্রিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি’র নেতৃবৃন্দ। পরে ইস্টার্ন ইউনিভার্সিটির সৌজন্যে ৯ জন বিদায়ী শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com