বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২

শিরোনাম: টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল   বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস   এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী   ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫   ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু   শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই   এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
২৮ জুন ঢাকায় গণজোয়ার হবে: রেজাউল করীম
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:০৩ পিএম

রাষ্ট্রের মৌলিক সংস্কার, ফ্যাসিবাদের বিচার এবং পিআর (প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে সামনে রেখে আগামী ২৮ জুন রাজধানী ঢাকায় ‘গণজোয়ার’ তৈরি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এমন ঘোষণা দিয়েছেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

সোমবার (১৬ জুন) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, পতিত ফ্যাসিবাদীদের দ্রুত বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সেই দাবির ধারাবাহিকতায় ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি করব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ওই মহাসমাবেশে পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে ঐকমত্যে পৌঁছানো রাজনৈতিক দলগুলো একমঞ্চে দাঁড়িয়ে জাতিকে যৌথ ঘোষণা দিয়ে আশ্বস্ত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ভারতের আধিপত্য প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশকে ভারতের কব্জা থেকে মুক্ত রাখতে হলে এবং আগামীতেও তাদের আধিপত্য মোকাবিলায় সব বাংলাদেশপন্থি দল, মত ও পথের মানুষকে এক কাতারে আসতে হবে। ২৮ জুন সেই জাতীয় ঐক্যের প্রতিফলন হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই-২৮ জুন ঢাকায় আসুন। আসুন আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করে দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করি।

সভায় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, শাহ ইফতেখার তারিক, মাওলানা খলিলুর রহমান, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মনসুর আহমাদ সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা কেফায়েত উল্লাহ কাশফি, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, অধ্যাপক নাসির উদ্দিন খান, হাজি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, ডা. শহিদুল ইসলাম, হাজী মনির, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, জি এম রুহুল আমীন, আলহাজ্ব আবুল কাসেম, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, জয়নাল আবেদিন, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com