শিরোনাম: |
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পিকআপ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মানিক চৌধুরী (৩৯)।
বুধবার (১১ জুন) দুপুরে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ৭ জুন বিকেলে ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রিটস্থ ধোলাইখাল হাজী ম্যানশন এর সামনে রাস্তা থেকে একটি পিকআপ চুরি হয়। চুরি হওয়া পিকআপের মালিক থানায় একটি মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
মামলার তদন্তে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী-জোন) মাসুদ সরদার এর নেতৃত্বে পুলিশ অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের অবস্থান শনাক্ত করে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন পূর্ব ধর্মশুর এলাকা থেকে চুরি যাওয়া পিকআপটি উদ্ধার করা হয়।
ওয়ারী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মানিক জিজ্ঞাসাবাদে জানায়, সে এবং তার অন্যান্য ৩/৪ জন সহযোগী মিলে গত ৭ জুন বিকেল ৪টার দিকে পিকআপটি চুরি করে কেরানীগঞ্জে নিয়ে যায়। সেখানে খোলা জায়গায় গাড়িটি রাখা হয়।
গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |