প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৭:১৮ পিএম

ক’দিন ধরেই হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন চিত্রনায়িকা তানিন সুবহা। এদিকে, তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। ঘনিষ্ঠজনরা বলছেন চিকিৎসকেরা তাঁকে ‘ক্লিনিকালি মৃত’ ঘোষণা করেছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি।
সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই অভিনেত্রীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। তবে এই ক’দিনে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
ইনডিপেনডেন্ট ডিজিটালকে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘ডাক্তাররা ‘আন অফিসিয়ালি’ তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। তবে অফিসিয়ালি এখনও কিছু বলেনি!’
অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল তাঁর এক ফেসবুক পোস্টে বলেন, ‘তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই কঠিন সময়ে আমাদের প্রিয় তানিন ও তার পরিবারের জন্য আপনাদের সকলের আন্তরিক দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।’
অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে এই অভিনেতা লেখেন, ‘অফিসিয়ালি কোনো ঘোষণা নেই। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আমাদের সহকর্মী চিত্রনায়িকা তানিন সুবহা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বিষয়টি ডাক্তার এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি। এবং আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা মুক্তি হাসপাতালেই অবস্থান করছেন। যেহেতু ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি সুতরাং কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেয়ার জন্য অনুরোধ করছি।’
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা গত ২ জুন মাইল্ড স্ট্রোক করেন। পরে জরুরি ভিত্তিতে তাঁকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন। তখন তাৎক্ষণিক বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে।
তানিন সুবহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করে গেছেন। মিডিয়াতে তাঁর অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে, ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর।