প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:৩৮ পিএম

আজ শুক্রবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ব্যবহৃত হয়েছে ৪০০টিরও বেশি ড্রোন এবং ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র। কিয়েভ ছাড়াও পশ্চিমাঞ্চলীয় লুতৎস্ক শহর ও তেরনোপোলি অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের কথিত সন্ত্রাসী হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, সব হামলাই ছিল ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে। মন্ত্রণালয় আরও জানায়, আকাশ, সমুদ্র ও স্থলভিত্তিক উচ্চ-নির্ভুলতার অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই ‘বিস্তৃত হামলা’ চালানো হয়েছে।
এ হামলার পেছনে কারণ হিসেবে গত সপ্তাহে ইউক্রেনের চালানো হামলার কথাও উঠে এসেছে। ইউক্রেন দাবি করে, তাদের হামলায় রাশিয়ার অন্তত চারটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রুশ বিমানবাহিনীর ৪০টির মতো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। এর পরপরই আজকের হামলায় কেঁপে ওঠে ইউক্রেনজুড়ে বিভিন্ন অঞ্চল।