
বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আগামীতে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ওয়াশিংটনের বাসায় যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের মিলনমেলা ঘটে। বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সাবেক তিন জন রাষ্ট্রদূত ও ওয়াশিংটনের কূটনৈতিক মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় যখন ঢাকায় নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূতরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করছিলেন, তখন টেলিভিশনের পর্দায় বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। সেই সাথে তাদের সাবেক কর্মস্থল বাংলাদেশে চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তারা।
এরমধ্যে অ্যাম্বাসেডর মার্শা বার্নিকাট, অ্যাম্বাসেডর ড্যান মোজেনা শেখ হাসিনার যেনতেন নির্বাচন, খুন ও গুমসহ মানবাধিকারের প্রশ্নে বাংলাদেশের মানুষের চাওয়ার সঙ্গে একাত্মতা পোষণ করে ঢাকায় দায়িত্ব পালন করেছে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ভেরিফাইড এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, পবিত্র ঈদুল আজহার সকালটা আমাদের ওয়াশিংটনের আবাসস্থল রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়। নতুন-পুরাতন বহু প্রিয় মুখ —বন্ধু, শুভানুধ্যায়ী ও স্বজনেরা উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন, উপযুক্ত সময়ে রোডম্যাপ দেবে ইসি: প্রধান উপদেষ্টাএপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন, উপযুক্ত সময়ে রোডম্যাপ দেবে ইসি: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার বক্তব্যে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের উচ্ছ্বাসের কথা তুলে ধরে তিনি লিখেন, ঠিক তখনই সম্প্রচার শেষ হয় জাতির উদ্দেশে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভাষণ। যেখানে তিনি আগামী এপ্রিল মাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন। উপস্থিত কূটনীতিক ও বিশিষ্টজনেরা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক শান্তি ও স্থিতি এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আশাবাদ ব্যক্ত করেন।
ঈদ উপলক্ষ্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ঘরোয়া আয়োজনে অংশ নেন অ্যাম্বাসেডর মার্শা বার্নিকাট, অ্যাম্বাসেডর ড্যান মোজেনা, জন জিজি, অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকীসহ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কূটনীতিক, সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ।