প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১০:০০ পিএম আপডেট: ৩০.০৫.২০২৫ ১০:০৮ PM

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির বলছেন, খবরটি ১০০% ভুয়া।
শুক্রবার (৩০ মে) দুপুর পৌনে ৪টার দিকে নাছির উদ্দীন বলেন, রাকিব ভাই অসুস্থ। ঠান্ডা জ্বর। সেজন্য বিশ্রামে আছে। এর বাহিরে আর কিছু নয়। বাকিসব প্রোপাগাণ্ডা।
সামাজিক মাধ্যমে পদ হারানোর গুঞ্জনের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ১০০% ভুয়া তথ্য।
এদিকে শুক্রবার (৩০ মে) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি মর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলম জানান, আগামী রোববার থেকে তিনি (সভাপতি) পুনরায় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। তিনি সব নেতা-কর্মী ও সমর্থকের কাছে শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের গুজব থেকে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে-এমন গুঞ্জন সংগঠনটির অভ্যন্তরে ও বাইরে ছড়িয়ে পড়েছে।