শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
‘চিকেনস নেকের কাছে’ জনসভা করবেন মোদী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ২:৫৫ AM

আগামী বৃহস্পতিবার (২৯ মে) পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সিকিম সফর সেরে আলিপুরদুয়ার পৌঁছাবেন নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভায় অংশ নেবেন। এসময় আগামী বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল, প্রচার, পরিকল্পনা এবং সাংগঠনিক শক্তিকে কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে দলের কর্মীদের পরামর্শ দিতে পারেন তিনি।

এছাড়াও উত্তরবঙ্গে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’। বিজেপি কর্মীদের ধারণা, এদিন শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক নিয়ে নতুন কোনো বার্তা দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এদিকে মোদীর এই সফর ঘিরে আলিপুরদুয়ারের প্রস্তুতি তুঙ্গে। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে হবে এই জনসভা। ওই এলাকার সব রাস্তাঘাট নরেন্দ্র মোদী কাটআউটে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রচার চলছে বিজেপির পক্ষ থেকে। সভাস্থল ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।

আলিপুরদুয়ারের বিজেপি কর্মী পঙ্কজ মিত্র বলেন, আমরা উত্তরবঙ্গবাসী আনন্দিত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসছেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের জন্য কিছু উপহার নিয়ে আসবেন।

জানা যায়, বৃহস্পতিবার দিল্লি থেকে আকাশপথে বাগডোগরা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে সিকিমের গ্যাংটকে পৌঁছাবেন। সিকিম থেকে হেলিকপ্টারে করে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নামবেন তিনি। জনসভা শেষ করার পর বিহারের নির্বাচনী প্রচারে জন্য পাটনার উদ্দেশ্য রওয়ানা দেবেন মোদী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com