মঙ্গলবার ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২

শিরোনাম: ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প   রাশিয়ার মার্কিন দূতাবাসে হামলায় নিহত ১০   বিদেশে সাইফুল আলম ও তার স্ত্রীর সম্পদ ফ্রিজের আদেশ আদালতের   ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত   যুদ্ধবিরতি কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প   আ.লীগ আমলের বিতর্কিত তিনটি ইসির সবার পাসপোর্ট বাতিল   মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার পর কমেছে তেলের দাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হিজামা- সুন্নাহ চিকিৎসা ও বিজ্ঞানের সেতুবন্ধন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৮:০৩ পিএম

ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টার এবং ঐতিহ্যবাহী হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের যৌথ আয়োজনে “হিজামা: নববী চিকিৎসা এবং বিজ্ঞানের সেতুবন্ধন” শীর্ষক একটি আন্তর্জাতিক হাইব্রিড সেমিনার কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুবুর রহমান সাকী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিজামা এখনো বাংলাদেশের মূলধারায় ততটা পরিচিত নয়। তবে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাডিশনাল হাকিমগণের মাধ্যমে এর চর্চা চলছে। হিজামা কার্যক্রমের প্রচার, প্রসার এবং নিরাপদ চিকিৎসা নিশ্চিতে রেজিস্টার্ড ও প্রশিক্ষিত চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি ছদ্ম চিকিৎসকদের নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ অপরিহার্য।”
ভারতের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানী মেডিসিন (CCRUM)-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাঃ ইউনুস ইফতেখার মুন্সি 'গেস্ট অফ অনার' হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

গেস্ট অফ অনার এর বক্তব্যে ভার্চুয়ালি আরো যুক্ত ছিলেন পাকিস্তান "ন্যাশনাল কাউন্সিল ফর তিব্ব" এর সম্মানিত প্রেসিডেন্ট হাকিম মোঃ আহমদ সালেমি।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও দেহলভী রিমেডিজের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মুহসিন দেহলভী।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ও কলেজের প্রভাষক হাকীম রুহুল আমিন মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. হাকীম আব্দুল গনি, ডা. মুজিবুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাকীম আব্দুল্লাহ আল মামুন, হাকীম বাকাওয়ালী মোল্লা, হাকীম মুস্তাফিজুর রহমান সবুজ, হাকিম শাহ আলম ভূঁইয়া, হাকিম জাহিদুর রহমান, হাকিম ইলিয়াস হোসেন প্রমুখ।

সেমিনারের বৈজ্ঞানিক অধিবেশনে হিজামা থেরাপির আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উপকারিতা নিয়ে চারটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন: হাকিম রুহুল আমিন মিলন, প্রভাষক, হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ডা. গাজালা মোল্লা, অধ্যক্ষ, ZVM ইউনানী মেডিকেল কলেজ, পুনে, ভারত, ডা. মুশফিকুর রহমান, ফ্যাকাল্টি মেম্বার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ডা. আব্দুল জলিল, মেডিকেল অফিসার, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর

অনুষ্ঠানে 'আল হিজামা' শিরোনামে একটি বিশেষায়িত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়, যা বাংলা সাহিত্য ও স্বাস্থ্যসেবার জগতে নতুন মাত্রা যোগ করেছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক রেজিস্টার্ড চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com