প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৪:২২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-লালবাগ বিভাগ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ নূর আলম (৪৪) ও মোঃ মোজাম্মেল হক (৩৮)।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান চালায় ডিবি-লালবাগ জোনাল টিম। অভিযানে ৯৪৭ বোতল ফেনসিডিলসহ নূর আলম ও মোজাম্মেলকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধভাবে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত ফেনসিডিলও বিক্রির উদ্দেশ্যেই তাদের হেফাজতে রাখা হয়েছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।