শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
নির্বাচন এ বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া সম্ভব : মাসুদ কামাল
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:২৩ পিএম

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল অনলাইন টকশো "ঠিকানায় খালেদ মুহিউদ্দিন" এ আলাপকালে বলেন, “নির্বাচন কবে হবে সেটা বলা কঠিন, বলা যায় না। কারণ এই সরকারের সাথে যারা আছেন, তারা একেকজন একেক কথা বলেন। অথবা সরকারের যারা সুবিধাভোগী আছেন, তারা নানাপন্থী। তবে আমি মনে করি, নির্বাচন এ বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ যাবৎকালে ড. ইউনূসের সরকার সবচেয়ে ভাগ্যবান সরকার। এই সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছে। এর আগে এমন কোন সরকার এই ধরনের সমর্থন পায়নি—এমনকি বঙ্গবন্ধু সরকারেরও তা হয়নি। এমন একটা সমর্থন পাওয়ার কারণে যারা এই সরকারের সুবিধাভোগী, তারা নানা ধরনের কাজ করছেন এবং সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।”

মাসুদ কামাল বলেন, “কেউ বলছেন তিন বছর, কেউ বলছেন ২০২৯ সাল পর্যন্ত, কেউ বলছেন পাঁচ বছর। একজন দার্শনিক আছেন, তিনি বলছেন জাতীয় সরকার হবে—সেখানে ড. ইউনূস হবেন প্রধান উপদেষ্টা, আর উপ-প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান। এ ধরনের নানা ফর্মুলেশন আমরা দেখতে পাচ্ছি।”

তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিচ্ছে। সাপোর্ট না দিলে চাপ তৈরি হবে। এ চাপ সামাল দেওয়ার ক্ষমতা ড. ইউনূস সরকারের নেই। আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলেন যে আমি আগামী সপ্তাহে নির্বাচন চাই—আপনি নিশ্চিত থাকেন, নির্বাচন ডিসেম্বরেই হবে। কারণ ড. ইউনূস ওই রিস্কে যাবেন না। তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com