মঙ্গলবার ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২

শিরোনাম: ৯ মাসে এনবিআরের সাড়ে ১৬ হাজার অভিযান, আদায় ৯৯৪ কোটি টাকা   ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প   রাশিয়ার মার্কিন দূতাবাসে হামলায় নিহত ১০   বিদেশে সাইফুল আলম ও তার স্ত্রীর সম্পদ ফ্রিজের আদেশ আদালতের   ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত   যুদ্ধবিরতি কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প   আ.লীগ আমলের বিতর্কিত তিনটি ইসির সবার পাসপোর্ট বাতিল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৭১ দখলের মত বাংলা নববর্ষও দখল করে রেখেছিল
রাজনীতি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এই বছর সব ধর্ম-বর্ণের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো করে নববর্ষকে বরণ করে নিতে পেরেছেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি খেলাধুলা স্বাধীনভাবে পালন করতে পারেনি। কারণ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদ জন্তু। ৭১ যেমন দখল করে তারা প্রত্যেকদিন চেতনা বিক্রি করে খেতো, বাংলা নববর্ষও তেমন তারা দখল করেছিল। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৭১ দখলের মত বাংলা নববর্ষও  দখল করে রেখেছিল।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুরের-২ আসনের অন্তর্গত সালথা উপজেলার সালথা সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, এ দেশ কারো বাপ-দাদার না। এই দেশ আমাদের সকলের। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। গত ১৫ বছর আন্দোলনের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত-নিহত হয়েছে। বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মাহুতির কারণে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।  

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। তিনি (খালেদা জিয়া) একজন আপসহীন নেত্রী হওয়ার কারণে একটি মিথ্যা মামলায় শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছেন।

শামা ওবায়েদ বলেন, তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, রাষ্ট্র্রপতির সন্তান, একজন প্রধানমন্ত্রীর সন্তান। তিনি (তারেক রহমান) তার সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে আসছেন। অতএব আমরা চাই এই বছরটি হোক আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বছর।

সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শাহিন মাতুব্বর, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com