প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৪:৩৯ পিএম

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৩ মার্চ) সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বাংলাদেশ সেনাপ্রধান গাজায় চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং ফিলিস্তিন সংকটের দ্রুত সমাধান কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে আছে।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং অন্যান্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ফিলিস্তিনি ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
এই সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।