
ঢাকার আইন-শৃঙ্খলা রক্ষায় গত দুই দিনব্যাপী কার্যক্রম অব্যাহত রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানার এলাকায় ডিএমপির অধীনে জননিরাপত্তা বিধান রক্ষার লক্ষ্যে দুই পালায় ১৩৩৪টি টহল টিম ও ১৪২টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
প্রধান কার্যক্রমের বিবরণ
গত দুইদিনে (২০-২১ মার্চ) ঢাকা মহানগরীতে রাতে ৬৮০টি ও দিনে ৬৫৪টি টহল টিম কার্যক্রম পরিচালিত হয়েছে।
টহল টিমের মধ্যে মোবাইল পেট্রোল টিমের সংখ্যা ছিল ৯৫৮টি, ফুট পেট্রোল টিম ১৪৬টি ও হোন্ডা পেট্রোল টিম ২৩০টি।
মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা বৃদ্ধি করতে ১৪২টি পুলিশি চেকপোস্টও পরিচালিত হয়েছে।
গ্রেফতার ও জব্দকৃত দ্রব্যাদি
সাঁড়াশি অভিযানে মোট ৩৯৩ জন গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৩৩ জন ডাকাত, ২২ জন পেশাদার ছিনতাইকারী, চার জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক কারবারি এবং ৭৩ জন পরোয়ানাভূক্ত আসামি।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও নগদ ৫,৬২,৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি সাত কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেন্সিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার ও ১৬টি মদের খালি বোতল জব্দ করা হয়েছে।
আইনি কার্যক্রম
গত দুইদিনে ডিএমপির বিভিন্ন থানায় ১১৬টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
সর্বোপরি মন্তব্য
ঢাকা মহানগরবাসীকে নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা দিতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। জননিরাপত্তা বিধানের আওতায় চালিত এই ব্যাপক অভিযান আশাব্যঞ্জক ফল প্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে।