শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইউক্রেনের বিশাল হামলা, দাউ দাউ করে জ্বলে উঠল রাশিয়ার বিমানঘাঁটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:৫৫ পিএম

রাশিয়ার একটি কৌশলগত বড় বোমারু বিমানঘাঁটিতে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

বৃহস্পতিবারের (২০ মার্চ) এ হামলার পর সেটি দাউ দাউ করে জ্বলে উঠে। যে বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা যুদ্ধের সম্মুখভাগ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের কর্মকর্তারা হামলার সত্যতা নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল একটি বিস্ফোরণ বিমানঘাঁটির চারপাশে ছড়াচ্ছে। ওই সময় আশপাশের কটেজগুলো বিস্ফোরণের আঘাতে ধ্বংস হচ্ছিল। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছিলেন তারা ইউক্রেনের ১৩২টি ড্রোন ধ্বংস করেছেন।

রাশিয়ার এঙ্গেলসে অবস্থিত এই বিমানঘাঁটিতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ভারী বোমারু বিমান টিইউ-১৬০ রাখা হয়।

সারাতোভের গভর্নর রোমান বুসারগিন জানিয়েছেন, এঙ্গেলসে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যেগুলোর আঘাতে একটি বিমানঘাঁটিতে আগুন ধরে যায়। তিনি জানান, এ ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি এঙ্গেলসের কথা উল্লেখ না করলেও; ওই এলাকায় এটিই সবচেয়ে বড় বিমানঘাঁটি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে থাকা গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউক্রেন জানিয়েছে, এই বিমানঘাঁটি ব্যবহার করে তাদের দেশে হামলা চালিয়েছে মস্কো।

এরআগে ২০২২ সালের ডিসেম্বরে এঙ্গেলস বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন। এছাড়া গত জানুয়ারিতে একটি তেল ডিপোতে হামলা চালায় তারা। দেশটির দাবি, এই ডিপো থেকে এঙ্গেলস ঘাঁটিতে তেল সরবরাহ করা হয়। হামলার পর ওই তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে। যেটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচদিন সময় লাগে।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের ড্রোন বিমানঘাঁটির একটি গুদামে হামলা চালিয়েছে। যেটিতে গাইডেড বোমা এবং মিসাইল রাখা ছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com