শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অপপ্রচারে তুলসী গ্যাবার্ডের সমর্থন পেতে এনডিটিভির কৌশলী প্রশ্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১১:৪৮ পিএম

নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা (এনআই) প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার নিয়েছে এনডিটিভি ওয়ার্ল্ড। যেখানে বিশেষভাবে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে।

ভারতের অন্যতম পুরনো এবং প্রতিষ্ঠানবিরোধী বলে পরিচিত এনডিটিভি বছরকয়েক আগে নরেন্দ্র মোদির আস্থাভাজন গৌতম আদানির এএমজি মিডিয়া নেটওয়ার্ক কিনে নিয়েছে। তারপর থেকে গণমাধ্যমটিতে মোদির সরকার, বিজেপি, আরএসএসের প্রতি দুর্বলতা স্পষ্ট।

তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে বাংলাদেশের বিষয়ে ভারত সরকারসহ সেখানকার উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক বিতর্কিত অবস্থানেরই সুর প্রতিধ্বনিত হয়েছে। কিছু ক্ষেত্রে অনুকূল উত্তর পাওয়ার কৌশলে প্রশ্ন করা হয়েছে তুলসীকে।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে কিছু সহিংসতা হয়েছে, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউও আক্রান্ত হয়েছেন। ভারতীয় গণমাধ্যমে এসব ঘটনাকে ফুলে-ফাঁপিয়ে প্রচার করা হয়।

তারই ধারাবাহিকতায় তুলসী গ্যাবার্ডের সামনে এনডিটিভি ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের প্রসঙ্গ তোলে। তখন তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদকে’ পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা এতে বিশেষ মনোযোগ দিচ্ছে।

মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি দুর্ভাগ্যজনক নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।

ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও জানান তিনি।  

বাংলাদেশে কতিপয় ইসলামী দলের কর্মসূচি ও দাবি-দাওয়াকে রঙ মাখিয়ে তুলসীর সামনে ‘ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান’র প্রসঙ্গ তোলা হয়। তখন তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা কেবল শুরু হয়েছে, তবে এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, ‘এটি স্পষ্টতই অন্য যেকোনো ধর্মের অনুসারীদের প্রভাবিত করে, কারণ তারা শুধু তাদের পছন্দের ধর্মকেই গ্রহণযোগ্য মনে করে এবং এই লক্ষ্য অর্জনে সন্ত্রাস ও চরম সহিংস পন্থা অবলম্বন করে। ’

মার্কিন গোয়েন্দাপ্রধান আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শ মোকাবিলা ও পরাজিত করতে অঙ্গীকারবদ্ধ এবং তিনি ‘কট্টর ইসলামী সন্ত্রাসবাদ’ দমনে দৃঢ়প্রতিজ্ঞ।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দিল্লির ‘আস্থাভাজন’ শেখ হাসিনার সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ প্রধান পালিয়ে ভারতে চলে যান। সেই থেকে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নামে।

অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে দেড় সহস্রাধিক হত্যাকাণ্ড ঘটলেও তা এড়িয়ে যাওয়া ভারতীয় গণমাধ্যম ৫ আগস্টের পরের প্রত্যেকটি ঘটনাকে প্রচার করছে ফুলিয়ে-ফাঁপিয়ে। এ নিয়ে অবশ্য ঢাকার পক্ষ থেকে বারবার উদ্বেগ-আপত্তিও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে ভারতের মিডিয়া



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com