বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    
এবার ভিক্ষুকদের নিয়ে সিনেমা বানাচ্ছেন অয়ন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৩:৫৬ পিএম আপডেট: ১৬.০৩.২০২৫ ৪:০৫ PM

নির্মাতা পরমেশ্বর রায় অয়ন

নির্মাতা পরমেশ্বর রায় অয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী পরমেশ্বর রায়। সবার কাছে তিনি অয়ন নামেই বেশি পরিচিত। ২০১৯ সালে তার গল্পগ্রন্থ ‘একপক্ষ’ বের হয়। এরপর নির্মাণ করেন ‘অটোগ্রাফ’ নামে একটি শর্টফিল্ম। এখন তিনি ‘রবি’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। 

রংপুরের ভিক্ষুকদের জীবনকাহিনী নিয়ে গড়ে উঠেছে ‘রবি’র গল্প। সিনেমাটি নির্মাণের জন্য এখন রংপুরেই অবস্থান করছেন নির্মাতা অয়ন।

তিনি জানান, ২০২২ সালে গল্পটি লেখার অনুপ্রেরণা খুঁজে পান। এরপর সিনেমা নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু  আর্থিক সংকটসহ পারিবারিক নানা কারণে আর এগোতে পারেননি। 

কিন্তু এবার নিজের জমানো অর্থ, বন্ধু-বান্ধব, শিক্ষক আর  শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় স্বল্প বাজেটের এই সিনেমাটি নির্মাণ করবেন বলে জানিয়েছেন অয়ন।
 
অয়ন আরও বলেন, ‘রবি’র চিত্রনাট্য লেখার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। স্পট সিলেকশনও হয়ে গেছে। দু’একটা ক্যারেক্টার বাদ দিয়ে অভিনেতা সিলেকশনও সম্পন্ন হয়েছে। আশা করি পরের মাসের মাঝামাঝি সময়েই শুটিং শুরু করতে পারব।

নির্মাণ শেষ হলে সিনেমাটি ভেনিস ফিল্ম ফেস্টিভালে পাঠানোর পরিকল্পনা করছেন বলে জানান এই নবীন পরিচালক। তিনি বলেন, ভেনিস ফেস্টিভাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফিল্ম ফেস্টিভাল। আমার অনেকদিনের ইচ্ছে ভেনিসে আমার ফিল্ম যাবে আর পৃথিবীর অন্যান্য ফিল্মের সাথে কম্পিটিশন করবে। আশা করি এবার ভালো কিছু হবে। 

সিনেমা নির্মাণের পাশাপাশি ইংরেজি ভাষায় একটি উপন্যাস বের করার জন্য কাজ করছেন বলে জানান অয়ন। 

এ ব্যাপারে তিনি বলেন, পৃথিবীর বড়  বড় পাবলিকেশন হাউস যেমন পেঙ্গুইন বা হারপারকলিন্সের মতো প্রতিষ্ঠানগুলো থেকে বই বের করা অনেক চ্যালেঞ্জিং কারণ তারা সরাসরি কোনো পান্ডুলিপি গ্রহণ করে না। একমাত্র এজেন্টদের মাধ্যমেই তারা লেখা গ্রহণ করে। আমি পলিটিক্যাল স্যাটায়ারধর্মী  ‘ব্যাটল অব দ্য সি’ নামে যে পান্ডুলিপি পাঠিয়েছি এজেন্টদের অনেকেই সেটার ভূয়সী  প্রশংসা করছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com