বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩
রনি মজুমদার
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২:২১ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ রাজধানী ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন সুমন (৩৮), সুলতানা (২৮) ও হানিফ গাজী (৪৮)। 

বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি দল সাইনবোর্ড এলাকা থেকে মাদবর বাজার ঘাটের দিকে যাওয়ার পথে বেড়িবাঁধে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে। 

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের মোট চার লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী গ্যাস লাইন এলাকায় সুমনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১৬ লক্ষ টাকার জাল নোট, আংশিক প্রিন্ট করা ৯ লক্ষ ৭৬ হাজার টাকার জাল নোটসহ (১০০০ টাকা মূল্যমানের) জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে ছিল—একটি সিপিইউ, একটি মনিটর, একটি কালার প্রিন্টার, ১০টি ডাইস, ৩টি আঁঠার কৌটা, দুটি ফয়েল পেপার রোল, পাঁচটি কালির কৌটা, একটি রাবার কাটার, দুটি ভাইস এবং এক বস্তা সাদা কাগজ।

দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও সরবরাহ করে আসছিল। আসন্ন ঈদকে সামনে রেখে তারা বিপুল পরিমাণ জাল নোট তৈরি করেছিল, যা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পরিকল্পনা করছিল।

আদালতে রিমান্ড মঞ্জুর

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক জাল নোট সংক্রান্ত মামলা রয়েছে।

গত শুক্রবার (১৪ মার্চ ২০২৫) তাদের আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেকের দুই দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com