প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২:৪৮ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব আরিফুর রহমানের নেতৃত্বে এবং কোতোয়ালি থানা অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ১৩ মার্চ ২০২৫ তারিখে রাজধানীর শাঁখারী বাজার মোড় থেকে রায় সাহেব বাজার মোড় পর্যন্ত অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বিশেষ করে সিএমএম কোর্ট ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আশপাশের রাস্তার উভয় পাশে থাকা অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হয়। এতে আদালতে আগত সেবা গ্রহণকারীরা, বিজ্ঞ আইনজীবীগণ ও সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেন এবং কোতোয়ালি থানা পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন।
আদালত এলাকার বৈধ দোকানদার এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানান, বর্তমান অফিসার ইনচার্জ যোগদানের পর থেকে নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করে আসছেন, যার ফলে আদালত চত্বরের পরিবেশ শৃঙ্খলাপূর্ণ ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন হয়েছে।
এই অভিযানে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পেট্রোল ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্টসহ কোতোয়ালি থানার একটি বিশাল পুলিশ টিম অংশগ্রহণ করে। অভিযান চলাকালে পুলিশের তৎপরতায় এলাকা যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ ছিল।
নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যাশা করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী ও আদালত প্রাঙ্গণে আগতরা।