শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাজধানীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২:০৬ পিএম

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের উদ্যোগে এক জমকালো ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেনাপ্রাঙ্গন গ্র্যান্ড হলে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, গবেষক-শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য বিজ্ঞানী ও বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেক একাডেমির মহাপরিচালক ত্বরিক বিন মুতালিব। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি মো: জুলফিকার আলী সিমন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব প্রতি বছর এ ধরনের মিলনমেলার আয়োজন করে থাকে, যা সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। এটি দেশের বস্ত্রখাতের অন্যতম বৃহৎ সম্মেলন। 

ইফতার অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। এরপর টেক্সটাইল বিষয়ক দেশের সর্ববৃহৎ অনলাইন প্রতিযোগিতা "টেক কম্পিটিশন সিজন-০৪" এর ফলাফল ঘোষণা করা হয়। টেক্সটাইল ব্লগ ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার অর্জন করেন নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী নাসিমা আক্তার, ক্রিয়েটিভ কন্টেন্ট ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পান নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী তামিম মারুফ, টেক্সটাইল ফান ক্যাটাগরিতে প্রথম হয়েছেন গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং ভিডিও কনটেন্টে প্রথম স্থান অর্জন করেছেন জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ছোটন আচার্য্য। এছাড়াও বেস্ট ক্যাম্পাস এম্বাস্যাডর টিম ও টেকনিক্যাল টিম বেস্ট পারফরম্যান্স এওয়ার্ড দেওয়া হয়। 

সভাপতির বক্তব্যে মো: জুলফিকার আলী সিমন বলেন, “টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং এটি প্রকৌশলীদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নের একটি মঞ্চ। বাংলাদেশের বস্ত্রখাতের উন্নয়নে আমরা কাজ করছি।”

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো: আলামিন ইসলাম বলেন, “আমাদের ক্লাবের উদ্দেশ্য হলো টেক্সটাইল প্রকৌশলীদের একত্রিত করা এবং পেশাগত উন্নয়নে একসঙ্গে কাজ করা। আমরা রিসার্চ, ট্রেনিং ও ইনোভেশনের মাধ্যমে মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এ ধরনের আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক আহমদ খান বলেন, “দেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের অবদান অপরিসীম। এই খাতে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, নায়ক, পরিচালক, প্রযোজক অনন্ত জলিল। এজেআই গ্রুপের কর্ণধার অনন্ত জলিল একজন সফল উদ্যোক্তা ও বস্ত্র কারখানার মালিক। তিনি বক্তব্যে বলেন, টেক্সটাইল ও গার্মেন্টস এদেশের অর্থনীতির মূল ভিত্তি। দেশের সমৃদ্ধির জন্য বস্ত্র খাতকে শক্তিশালী করা প্রয়োজন।

টেক একাডেমির মহাপরিচালক ত্বরিক বিন মুতালিব প্রধান বক্তার বক্তব্যে বলেন, "দেশের অর্থনীতির চালিকা শক্তি বস্ত্রখাত। অথচ বস্ত্র ক্যাডার নেই। অবিলম্বে বস্ত্র ক্যাডার করা জরুরি।" 

তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে সবার অংশগ্রহন কামনা করেন।

এছাড়া অন্যান্য অতিথি টেক্সটাইল খাতের উন্নয়ন ও ঐক্য নিয়ে মতবিনিময় করেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com